দিনাজপুরে পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার
দিনাজপুর সদর উপজেলায় পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার সুন্দরা জুলকাপাড়া সীমান্ত সংলগ্ন এলাকা থেকে আনারুল ইসলাম নামের এক ব্যক্তি এবং শেখপুরা ইউনিয়নের মাধবপুর বাজারের পশ্চিমে সন্যাসীতলা শ্মশানঘাট এলাকা থেকে অজ্ঞাত অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহত আনারুল ইসলাম (৩৫) সুন্দরার সরস্বতীপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আজ সোমবার সকালে সদর উপজেলার সুন্দরা জুলকাপাড়া সীমান্ত এলাকায় আনারুল ইসলাম নামের একজনের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও বিজিবি সীমান্তবর্তী এলাকায় গিয়ে লাশটি উদ্ধার করে। তাঁর শরীরে বেশ কিছু আঘাতের দাগ রয়েছে বলে জানায় পুলিশ।
অপরদিকে, দিনাজপুর কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মাধবপুর বাজারের পশ্চিমে সন্যাসীতলা শ্মশানঘাট এলাকার একটি খালে একজনের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।