দিনাজপুরে করোনার উপসর্গে মসজিদের ইমামসহ দুজনের মৃত্যু
দিনাজপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাইদুর রহমান নামের মসজিদের এক ইমাম ও সকিনা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার উপশহর এলাকায় সাইদুর রহমানের মৃত্যু হয় এবং আজ বেলা ১১টার দিকে খানসামা উপজেলার পাকেরহাট এলাকায় নিজ বাড়িতে মারা যান সকিনা বেগম।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইদুর রহমান সদরের উপশহর এলাকার কুয়েতি মসজিদের ইমাম হিসেবে দায়িত্বপালন করছিলেন। অন্যদিকে, সকিনা বেগম খানসামা উপজেলার পাকেরহাট এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুছ জানান, সাইদুর রহমান কিছুদিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ সকালে অবস্থার অবনতি হলে সদরের উপশহর এলাকায় নিজ বাড়িতে মৃত্যু হয় তাঁর।
অন্যদিকে, খানসামা উপজেলার পাকেরহাটের বাসিন্দা সকিনা বেগমও করোনার উপসর্গে ভুগছিলেন। আজ বেলা ১১টার দিকে নিজ বাড়িতেই মৃত্যু হয় তাঁর।
স্বাস্থ্যবিধি মেনে তাঁদের দাফনকাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।
অন্যদিকে, জেলায় আজ নতুন করে আটজনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৩৪ জনের করোনা শনাক্ত হলো।
এদিকে, দিনাজপুর শহরের ষষ্টিতলা, রামনগর ও হাউজিং এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যাগে রাস্তার প্রবেশমুখ বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছেন। এলাকায় যাওয়া-আসা করতে দিচ্ছেন না তাঁরা। এ ছাড়া ঘোড়াঘাট উপজেলায় সোনালী ব্যাংকে করোনা শনাক্ত হওয়ায় ব্যাংক লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুছ আরো জানান, সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহারে কঠোর অবস্থানে যাবে স্বাস্থ্য বিভাগসহ প্রশাসন।