ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় মিল মালিককে হত্যা
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ব্যাটারিটালিত ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় নাসির উদ্দিন (৭০) নামের এক মিল মালিককে পিটিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ সময় দুটি ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা।
গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিরের মৃত্যু হয়।
নিহত নাসির হরিহরপুর গ্রামের বাসিন্দা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, হরিহরপুর গ্রামের নাসির উদ্দিনের মিলে পাঁচটি বড় ও দুটি ছোট ইজিবাইক চার্জে দেওয়া ছিল। গত বুধবার রাতে মিলে অবস্থান করছিলেন নাসির। এর মধ্যে দিবাগত রাত আড়াইটার দিকে চার থেকে পাঁচজনের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মিলে ঢুকে পড়ে। এ সময় নাসির তাদের বাধা দেন। এক পর্যায়ে নাসিরকে মারধর করে মিল থেকে ২৫০ গজ দূরের রাস্তার পাশের একটি গাছের সঙ্গে বেঁধে রাখে ছিনতাইকারীরা। পরে মিল থেকে দুটি বড় ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা।
টের পেয়ে স্থানীয়রা নাসিরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রমেক হাসপাতালে ভর্তি করে। আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
এ ব্যাপারে নাসিরের ছেলে নূর আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি আমিরুল ইসলাম।