দিনাজপুরে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪
দিনাজপুরে কাহারোল উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর জেলার কাহারোল উপজেলার গড়মল্লিকপুর গ্রামের সেলিম রহমান (২০), ঢিপিকুড়া গ্রামের আজিজার রহমান (৩২), কোতোয়ালি থানার নয়নপুর গ্রামের মামুনুর রশীদ ওরফে মামুন মেকার (২৫), সুইহারী কোল্ডস্টোর এলাকার সোহেল ওরফে সোনা (২৪)।
বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার রায় জানান, গত ৭ জুলাই সন্ধ্যায় মেয়েটি কারারোল থেকে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। মেয়েটি কোনো পরিবহন না পেয়ে হেঁটেই শহরে আসছিলেন। তিনি কান্তনগর ব্রিজের কাছে এলে অভিযুক্ত চার ব্যক্তি তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ওসি আরো বলেন, ‘এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে গতকাল সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো তিন থেকে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে অভিযুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’