দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
দিনাজপুরের চিরিরবন্দর ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার এ দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে চিরিরবন্দর উপজেলার হাজিরমোড় এলাকায় দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে দুপুর দেড়টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নরেশ চন্দ্র রায় (৬০) নামের এক ব্যক্তি নিহত হন।
অপরদিকে, নবাবগঞ্জ উপজেলার দাউদপুর-ভাদুরিয়া সড়কের দুমাইল নামক স্থানে সকাল সাড়ে ৯টার দিকে ট্রাকচাপায় শিবলাল হাসদা (৫০) নামের এক আদিবাসী শ্রমিক নিহত হন।