হাসপাতালে নেওয়ার পথে করোনায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আনিসুর রহমান মিনু (৫৫) নামের এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত্যু হয় তাঁর।
নিহত আনিসুর রহমান উপজেলার একইর মঙ্গলপুর গ্রামের মৃত আবদুর রউফের ছেলে।
জেলা সিভিল সার্জন আবদুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার করোনা উপসর্গ দেখা দেওয়ায় আনিসুর রহমানের নমুনা সংগ্রহ করা হয়। পরে গত শুক্রবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যেই গতকাল শনিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট বেড়ে গেলে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় আনিসুর রহমানের মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।