দিনাজপুরে সেনাবাহিনীর গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা-ত্রাণ বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে গর্ভবতী মা ও শিশুদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠে মেডিকেল ক্যাম্পেইন, করোনার নমুনা সংগ্রহ, ওষুধ বিতরণসহ তিন শতাধিক গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ছাড়া ১৫০ জন দুস্থ নারীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের ১৬ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধায়নে ফোর হর্স এবং ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ ব্যবস্থাপনায় এ সেবা দেওয়া হয়।
এদিকে, শহরের চাউলিয়া পট্টির দুটি এতিমখানায় ১২৬ জন এতিম শিশুদের মধ্যে পোলাওর চাল, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দিনাজপুর জেলার সদর উপজেলার বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধায়নে সিএমএইচ বিইউএসএমএস এবং সিএমএইচ সৈয়দপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা দিয়েছেন।
এ সময় স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন ১৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জমান, অধিনায়ক ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্স লেফটেন্যান্ট কর্নেল হাসমত উল্লাহ খান, ক্যাপ্টেন ইসতিয়াজ আরাফাত।
১৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জমান বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলা, দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় পরিচালনা করা হবে।’