চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
চুয়াডাঙ্গার সদর উপজেলার সুবদিয়ায় ট্রাক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আলমসাধুর চালক ও আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুর গ্রামের আজিজুল সর্দারের ছেলে মো. শফিউদ্দিন (৩৫) এবং ঝিনাইদহ সদর উপজেলার আড়িয়াডাঙ্গা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে স্কুলশিক্ষক খায়রুল আলম (৬৫)। এ ঘটনায় খায়রুল আলমের স্ত্রী আলিয়া খাতুন (৫৫) গুরুতর আহত হন।
আহত আলিয়া খাতুনের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, চুয়াডাঙ্গা শহরের কানাপুকুরপাড়া থেকে আলমসাধুতে করে খায়রুল আলম ও তাঁর স্ত্রী ঝিনাইদহে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। আলমসাধুটি সুবদিয়া সিপি বাংলাদেশ ফিডস কারখানার সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৭৯৩) তাঁদের ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই আলমসাধুর চালক নিহত হন। এ ঘটনায় খায়রুল আলম ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন। পরে তাঁদের প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে খায়রুল আলমকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
এসআই নাসির আরো জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আলমসাধুর চালক শফিউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ছাড়া নিহত খায়রুল আলমের লাশ ঝিনাইদহে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।