দিনাজপুর সদর হাসপাতালে অগ্নিকাণ্ড
দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কেউ হতাহত না হলেও রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাদ আলী বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণে ৭০ জন রোগীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেফুজ তানজীদ জানান, প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনো জানা যায়নি। এর কারণ জানতে সময় লাগবে।
এ সময় হাসপাতাল পরিদর্শন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক মাহমুদুল আলম, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কাদ্দুছ ও পুলিশ সুপার আনোয়ার হোসেন।
এ সময় হুইপ ইকবালুর রহিম বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তাদের রিপোর্ট পেলে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে আশার কথা হলো অগ্নিকাণ্ডে রোগীদের কোনো প্রকার ক্ষতি হয়নি।’