ইউএনওকে হামলার ঘটনায় এখনো মন্তব্য করার সময় আসেনি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবার ওপর হামলার ঘটনায় এখনো মন্তব্য করার মতো সময় আসেনি বলে জানিয়েছেন রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুইয়া।
আজ মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ছাদকৃষি বাগানের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিভাগীয় কমিশনার।
আব্দুল ওয়াহাব ভুইয়া বলেন, ‘এ ঘটনার তদন্ত চলছে। এখনো মন্তব্য করার মতো সময় আসেনি। তদন্তকাজে পুলিশের প্রতি আমাদের আস্থা আছে।’
এ ঘটনার সঠিক বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন আব্দুল ওয়াহাব ভুইয়া। তিনি বলেন, ‘এটি একটি স্পর্শকাতর মামলা, তদন্তে আরো সময় লাগবে। অপরাধী শনাক্ত হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’
ইউএনওর সুস্থতা কামনা করে বিভাগীয় কমিশনার বলেন, ‘ওয়াহিদা খানম সুস্থ হয়ে আবারও আমাদের মধ্যে ফিরে আসবেন এবং সেবা দেবেন। তিনি এখন অনেকটাই সুস্থ।’
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম, দিনাজপুর কৃষি অফিসের ডিডি তৌহিদুল ইসলাম ও হর্টিকালচারের ডিডি প্রদীপ কুমার গুহ প্রমুখ।
গত বুধবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর বাসার নাইটগার্ডকে বেঁধে রেখে পেছন দিকের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে এবং ইউএনও ওয়াহিদা ও তাঁর বাবা ওমরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। পরে তারা জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরের দিন বৃহস্পতিবার সকালে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ইউএনও ওয়াহিদার অবস্থার অবনতি হলে তাঁকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তর করা হয়।
হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার প্রধান আসামিসহ ১০ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।