এসডিজি বাস্তবায়নের উপায় খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর
চলতি বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) সমন্বিত যাত্রা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এসডিজি বাস্তবায়নের উপায় খুঁজে বের করতে হবে।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ আয়োজিত ‘এমডিজিস টু এসডিজিস : এ ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক একটি বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকে বিভিন্ন রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিরা অংশ নেন।
শেখ হাসিনা বলেন, ‘এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করতে হবে।’ তিনি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশ যেমন নেতৃত্ব দিয়েছে, এসডিজির ক্ষেত্রেও তেমনটাই হবে বলে আশা করা যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ন্যায়পরায়ণ, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ যাত্রায় কেউই পিছিয়ে থাকবে না।’ তিনি বলেন, ‘প্রযুক্তি ও পেশাগত দক্ষতা উন্নয়নে জরুরি সহায়তা দরকার বাংলাদেশের। স্বাস্থ্য, কৃষি, জ্বালানি ও পরিবহনের মতো খাতগুলোতে বাংলাদেশের দরকার অভিযোজনক্ষম ও পরিবেশ উপযোগী প্রযুক্তি।’
বৈঠকে বক্তব্য দেন নেদারল্যান্ডসের রাজা উইলেম আলেকজান্ডার, বেনিনের প্রেসিডেন্ট বনি ইয়ায়ি, সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন, মোগেনস লিকেটফট, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক হেলেন ক্লার্ক, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও সংস্থাটির মহাসচিবের প্রতিনিধি জ্ঞানচন্দ্র আচার্য, বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বিশেষ দূত মাহমুদ মহিউদ্দিন।