‘পেঁয়াজ নিয়ে অস্থিরতা আমাদের মনের’
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তরিকুল ইসলাম বলেছেন, ‘আমি মনে করি পেঁয়াজ নিয়ে অস্থিরতা আমাদের মনের। দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন, আমদানি ও গুদামে স্টক রয়েছে তাতে হাহাকার করার কোনো কারণ নেই।’
আজ বৃহস্পতিবার দুপুরে হিলি স্থলবন্দর পরিদর্শনে যান কে এম তরিকুল ইসলাম। এ সময় তিনি বন্দরের পানামা পোর্টের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।
কে এম তরিকুল ইসলাম বলেন, ‘আমরা যেসব এলসি করেছি, সেটা আমরা পাব। এটা আমাদের অধিকার। এটা আমরা চাই। ভারত আমাদের বন্ধু ও প্রতিবেশী দেশ। দুই দেশের পারস্পরিক সম্পর্ক খুবই ভালো।’
পেঁয়াজ নিয়ে স্থবিরতা প্রসঙ্গে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করে সমাধান করবে। হয়তো সময় বেশি লাগবে না।’
একইসঙ্গে চেয়ারম্যান বন্দরের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন শেষে শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় সড়কসহ বন্দরের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন তিনি।
এরপর কে এম তরিকুল ইসলাম বন্দরের পানামা পোর্টের সভাকক্ষে বন্দরের ব্যবসায়ী, কাস্টমস কর্মকর্তা, পানামা পোর্ট কর্তৃপক্ষ, পুলিশ, বিজিবি, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, কাস্টমস উপকমিশনার সাইদুল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, পানামা পোর্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী নেপাল, পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স, বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ সরদার।