দিনাজপুরে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
দিনাজপুরের কাহারোল উপজেলার বাইশপুর গ্রামে মো. জেরিন নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, সম্পত্তির কারণে তাকে হত্যা করা হতে পারে।
নিহত জেরিন ওই এলাকার মো. জিয়ারুল ইসলামের মেয়ে। সে স্থানীয় স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ালেখা করত।
এলাকাবাসী ও জেরিনের বাবা জানান, রাতে একসঙ্গে খাবার খেয়ে জেরিন ও তার বড় ভাই রিপন ইসলাম দাদির সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে দাদি দেখেন যে জেরিন তার বিছানায় নেই। পড়ে জেরিনের বাবাকে ডাক দিলে তিনি প্রতিবেশীদের নিয়ে রাতে অনেক খোঁজাখুঁজি করার পরও জেরিনকে খুঁজে পান না। আজ রোববার সকালে এলাকাবাসী পুকুর থেকে জেরিনের লাশ উদ্ধার করে।
পরে কাহারোল থানায় খবর দিলে পুলিশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জেরিনের ভাই রিপন ইসলাম বলে, ‘আমার বোন পানিতে ডুবে মরতে পারে না। কেননা সে সাঁতার জানে।’
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘শিশু জেরিনের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হবে।’