দিনাজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন কারাগারে
দিনাজপুর শহরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাগর (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আজ রোববার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক সাগরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গতকাল শনিবার সন্ধ্যায় পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে সাগর ধর্ষণ করতে যান। এ সময় মেয়েটির চিৎকারে গ্রামবাসী ধর্ষণের চেষ্টাকারী সাগরকে আটকে রেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করে।
এ ছাড়া গত ২৫ সেপ্টেম্বর সাগর ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। লোকলজ্জার ভয়ে স্কুলছাত্রীটির পরিবার বিষয়টি কাউকে জানায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, বখাটে সাগর দীর্ঘদিন থেকে স্কুলে যাওয়া আসার পথে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও প্রেম নিবেদন করে আসছিলেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলায় প্রধান অভিযুক্ত সাগরকে সহযোগিতা করায় নুর আলম নামের একজনকে দুই নম্বর আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন। আজ আদালতের মাধ্যমে আসামি সাগরকে জেলহাজতে পাঠানো হয়েছে।