ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ১৫ দিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার
নিখোঁজের ১৫ দিন পর ঠাকুরগাঁও সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের কলেজছাত্রী রিক্তা আকতারের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ওই গ্রামের কবরস্থানের পাশে ধানক্ষেতঘেঁষা একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।
রিক্তা পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণিতে পড়ত। সে খলিশাকুড়ি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।
ঠাকুরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ উদ দৌলা জানান, সকালে ঘাস কাটতে গিয়ে স্থানীয়রা ডোবায় লাশ দেখে খবর দেয়। দুপুর আড়াইটায় ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। গত ২৩ সেপ্টেম্বর রিক্তা নিখোঁজ হয়। অনেক সন্ধান করেও পরিবারের স্বজনরা তাকে খুঁজে পায়নি।
এসআই জানান, লাশের অনেক অংশ নষ্ট হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।