‘আমি ভালো নেই’ টুইট করে ভাইরাল
শুক্রবার রাতে অ্যাডমান্ড ও’লিয়ারি টুইট করেছিলেন, ‘আমি ভালো নেই। খারাপ লাগছে। আপনি যদি এই টুইটটি দেখেন, তবে হ্যালো বলতে কয়েক সেকেন্ড সময় নিন। ধন্যবাদ।’ এরপর এই এক টুইটে এক রাতেই তারকা বনে গেছেন ও’লিয়ারি।
এ প্রতিবেদন লেখা অবধি তাঁর টুইটে তিন লাখের বেশি টুইটার ব্যবহারকারী লাভ রিঅ্যাক্ট দিয়েছেন, মন্তব্য করেছেন এক লাখের বেশি নেটিজেন, রিটুইট করেছেন ১৯ হাজারের বেশি মানুষ। আর এ ব্যাপারটি নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিবিসি, স্কাই নিউজসহ একাধিক গণমাধ্যম।
অ্যাডমান্ড ও’লিয়ারি বিবিসিকে জানিয়েছেন, ‘এক রাতের মধ্যে এ রকম হওয়াটা কাল্পনিক। আমাকে এটি অনেক আশা জুগিয়েছে। এক কোটি ৮৫ লাখ মানুষ টুইটটি দেখেছেন এবং আরো মানুষ টুইটটি দেখছেন।’
বিবিসি তাদের প্রতিবেদনে আরো জানিয়েছে, এক বন্ধুর টুইট দেখে এমন টুইটের আইডিয়া পেয়েছিলেন ও’লিয়ারি।