ভারমন্টে দিনের প্রথম ভোট, ট্রাম্পের আশা কতটুকু?
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আজ মঙ্গলবার দিনের আলোয় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির ভারমন্ট অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৪টা) ভোটগ্রহণ শুরু হয়। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সালের পর থেকেই ভারমন্ট অঙ্গরাজ্যে এগিয়ে থেকেছে ডেমোক্র্যাটরা। মূলত অঙ্গরাজ্যটির সব কাউন্টিতেই এগিয়ে থাকে দলটি। তবে ২০১৬ সালের নির্বাচনে একটি কাউন্টিতে এগিয়ে ছিলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।
এ বছর ভারমন্টে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি গভর্নর নির্বাচনের জন্যও ভোট দিচ্ছে নাগরিকরা। এখানকার বর্তমান গভর্নর রিপাবলিকান দলের ফিল স্কট। তিনি বেশ জনপ্রিয়। তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির লেফটেন্যান্ট গভর্নর ডেভিড জাকারম্যান।
এদিকে আনুষ্ঠানিকভাবে দিনের প্রথম ভোটগ্রহণ ভারমন্টে শুরু হলেও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের দুটি কেন্দ্রে মধ্যরাতেই ভোটগ্রহণ ও গণনা শেষ হয়েছে। এ দুই কেন্দ্রের একটিতে সব ভোটই পেয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। আর অন্যটিতে বেশি ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তের কাছাকাছি নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের শহর ডিক্সভিল নচের একটি কেন্দ্রে স্থানীয় সময় মঙ্গলবার রাতের প্রথম প্রহরেই ভোটগ্রহণ ও গণনা শেষ হয়। ওই কেন্দ্রে পড়েছে মোট পাঁচটি ভোট। এ পাঁচ ভোটের সবকটিই গেছে জো বাইডেনের ঝুলিতে।
একই সঙ্গে এ অঙ্গরাজ্যের মিলসফিল্ড এলাকার একটি কেন্দ্রে ২১টি ভোট পড়ে। ওই কেন্দ্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন পাঁচ ভোট।