গুগল সার্চ বেশি হয় মোবাইল ফোনে
সার্চ ইঞ্জিন দুনিয়া যে পুরোপুরি দখল করে আছে গুগল, তা আর নতুন করে জানানোর কিছু নেই। তবে দিন দিন বদলেছে সার্চ ইঞ্জিন ব্যবহার করার মাধ্যম। ডেস্কটপ-ল্যাপটপের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মোবাইল ফোনে সার্চ করার ঝোঁক। সংখ্যার বিচারে মোবাইল ফোন দিয়েই এখন সবচেয়ে বেশি ‘গুগল’ করা হয়। এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
গত বৃহস্পতিবার একটি কনফারেন্সে গুগল সার্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত সিংহাল জানান, প্রতি মাসে গুগলে প্রায় ১০০ কোটি বার সার্চ করা হয়। আর এই বিশাল অঙ্কের সার্চের অর্ধেকের বেশি করা হয় মোবাইল ফোন দিয়ে। ডেস্কটপ, ল্যাপটপ কিংবা ট্যাবের সম্মিলিত সার্চ থেকেও এগিয়ে আছেন মোবাইল ব্যবহারকারীরা।
‘গুগল নাউ’-এর মতো ফিচার এখন ব্যবহারকারীদের সুযোগ করে দিচ্ছে শুধু মুখের কথাতেই কাঙ্ক্ষিত তথ্য খুঁজে নেওয়ার। অমিত সিংহালের মতে, ‘এ তো সবে শুরু। ভবিষ্যতে আরো ব্যবহারকারীবান্ধব সার্চের দিকে অগ্রসর হবে গুগল।’
অমিত বলেন, ‘আমরা কীভাবে কম্পিউটিংয়ের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করি, তার সঙ্গে গুগল সার্চের সম্পর্ক রয়েছে। কম্পিউটিং চলতে পারে চার থেকে ছয় ইঞ্চির ডিভাইসে কিংবা ডেস্কটপে অথবা মাত্র এক ইঞ্চির কোনো গোলাকার এক ডিভাইসেও!’
তবে গুগল সার্চ এখন শুধু যে সার্চ বক্সের মধ্যেই আটকে নেই, সে কথাও তিনি জানান। তাই তাঁর ভাষ্যমতে, ‘আমরা শুধু সার্চ বক্স নিয়ে আটকে থাকছি না। আমরা যা ভাবছি তা হলো, ডিভাইসের সক্ষমতা।’ অমিত এই কথা দিয়ে ভয়েস রিকগনিশন সার্ভিসের গুরুত্বের প্রতি ইঙ্গিত করেন।
অবশ্য তিনি মনে করেন, এখনই শেষ হয়ে যাচ্ছে না সার্চ বক্সে টাইপ করে সার্চ করার রীতি। তবে ভবিষ্যতের প্রযুক্তি হবে আরো বেশি সহজ এবং ব্যবহারবান্ধব।