ইউটিউবে ভিডিও দেখতে পয়সা লাগবে?
ভিডিও দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট ইউটিউব। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নানা রকমের ভিডিও বিনামূল্যে দেখা ও আপলোড করা যায় এই ওয়েবসাইটে। এতে এক পয়সাও খরচ করতে হয় না কাউকে। তবে এবার সে ক্ষেত্রে পরিবর্তন আসছে। ইউটিউবের কিছু কিছু ভিডিও দেখতে এখন থেকে পয়সা গুনতে হবে সাবস্ক্রাইবারদের।
আগামী ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ইউটিউবের পক্ষ থেকে। এ জন্য নিজেদের প্রোগ্রামিংয়ে কিছু পরিবর্তন আনতে যাচ্ছে ইউটিউব। এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোড ডটনেট।
গত বছর ইউটিউব জানিয়েছিল, তাদের কিছু শীর্ষস্থানীয় ক্রিয়েটরকে দিয়ে নতুন কনটেন্ট তৈরি করবে, যা দিয়ে তারা অর্থ আয় করবে। আর এসব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবারদের নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হবে। এসব ভিডিও হবে সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত। এ ধরনের ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়তে থাকলে ইউটিউবের একটি বিজ্ঞাপনমুক্ত সংস্করণ তৈরি করা হবে এসব সাবস্ক্রাইবারের জন্য।
আর সে কারণেই যেসব ভিডিও ক্রিয়েটর ইউটিউব থেকে পয়সা কামাচ্ছেন, তাঁদের ইউটিউবের ‘পেইড সাবস্ক্রাইবার’ হওয়ার অনুরোধ জানিয়েছে ইউটিউব।
২০১৬ সালে হয়তো এ সেবা চালু করতে পারে ইউটিউব। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি তারা। এর আগে ২০১১ সালে সাবস্ক্রাইবারদের কাছ থেকে অর্থ উপার্জনের চেষ্টা করেছিল ইউটিউব। সে সময়ে ইউটিউবের জন্য ভিডিও বানাতে মিউজিশিয়ান জে-জি এবং হলিউড অভিনেতা অ্যাস্টন কুচারকে প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু ইউটিউবের এ উদ্যোগ পুরোপুরিভাবে ব্যর্থ হয়।
তবে এবার তরুণদের কাছে জনপ্রিয়, এমন ব্যক্তিদের দিয়ে ভিডিও বানাতে চায় ইউটিউব। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন ইউটিউবের প্রতিনিধিরা।