স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ১৪ জনকে জরিমানা
করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউনের ষষ্ঠ দিনে জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা যাচ্ছে সিরাজগঞ্জে। এদিকে সচেতনতায় জেলা প্রশাসনের অভিযান চলছেই।
এদিকে, স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
আজ শনিবার সকাল থেকেই চালু রয়েছে অধিকাংশ দোকান, হোটেল-রেস্তোরাঁসহ ব্যবসা প্রতিষ্ঠান। দোকানপাটে ভিড় করছে ক্রেতা-বিক্রেতারা। অন্য দিনের মতোই চলছে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন চাকার যানবাহন। এসব যানবাহনে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীরা মানছে না স্বাস্থ্যবিধি। যাত্রীবাহী বাস চলাচল না করলেও সড়ক-মহাসড়কে চলছে পণ্যবাহী ট্রাক।
এদিকে, স্বাস্থ্যবিধি ও লকডাউনের নিয়ম রক্ষায় প্রশাসনিক নজরদারি অব্যহত রয়েছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।