এমপি রানাকে গ্রেপ্তারে বাধা নেই
টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এবং তাঁর ভাই টাঙ্গাইলের পৌর মেয়র শহিদুর রহমান মুক্তিকে হয়রানি না করতে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে রানা ও মুক্তিকে গ্রেপ্তারে বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি) শুনানি নিয়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় গত ১৪ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ ওই দুজনকে জামিন আবেদন মঞ্জুর করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। আজ আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করে দেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। তবে পরে তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে এমপি রানা ও তাঁর তিন ভাই জড়িত বলে অভিযোগ তোলেন।