গাজীপুরে ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে এবং ১৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জন ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ১১ জনে।
আজ শুক্রবার গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন জানান, গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ৩৩২টি নমুনা পরীক্ষায় ১৬৬ জনের দেহে করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কালিগঞ্জ উপজেলায় ২০ জন, কালিয়াকৈরে ১৭ জন, কাপাসিয়ায় ২২ জন, শ্রীপুরে পাঁচজন ও গাজীপুর সদরে ১০২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া এ পর্যন্ত কালিগঞ্জ উপজেলায় ৭২৪ জন, কালিয়াকৈরে ৯২৪ জন, কাপাসিয়ায় ৬১৫, শ্রীপুরে ৮৭৭ জন ও গাজীপুর সদরে ছয়হাজার ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।