বাড়ি ফিরছিলেন ক্যানসারে আক্রান্ত রোগী, সড়কে প্রাণ হারালেন স্বামীসহ
মেহেরপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহত দুজন হলেন মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সাহেরা খাতুন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত সাহেরা খাতুন ক্যানসারে আক্রান্ত ছিলেন। রাজশাহী থেকে তাঁকে নিয়ে বাড়িতে ফেরার পথে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
এরই মধ্যে আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দম্পতির ছেলে শন্তুরুল ইসলাম জানান, রাজশাহী থেকে ক্যানসারে আক্রান্ত মাকে নিয়ে মেহেরপুরের মুজিবনগরে নিজেদের গ্রামে ফিরছিলেন তাঁরা। পথে খোকসা গ্রামে গাড়াডোব-আমঝুপি সড়কে পড়ে থাকা ইটভাটার মাটিতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে গিয়ে ধাক্কা খায়।
এ সময় মাইক্রোবাসে থাকা ক্যানসারে আক্রান্ত সাহেরা খাতুন ও তাঁর স্বামী আব্দুস সাত্তার ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হন আরও পাঁচজন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।