ফরিদপুরে করোনা-উপসর্গে ৭ জনের মৃত্যু
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনায় বাকি তিনজন উপসর্গ নিয়ে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় ৪১৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে আর ১৬৭ জনের। শনাক্তের হার ৩৬ দশমিক ৬৬ শতাংশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে বর্তমানে ২৮১ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪৫ জন। হাসপাতালের আইসিই ইউনিটে ভর্তি রয়েছে ১৬ জন করোনায় আক্রান্ত রোগী।
জেলার স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৯ হাজার ২৫৯ জন।