ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে শিশুসহ ১৬ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জন করোনা পজিটিভ অবস্থায় এবং অপর নয় জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলো ময়মনসিংহ সদরের ফিরোজা (৬০), ত্রিশালের ইশরাত (৭ মাস), গফরগাঁওয়ের রহিমা খাতুন (৬৫), মুক্তাগাছার মজিদা বেগম (৯০), নেত্রকোনা সদরের মিনতি রানী দাস (৬৫), শেরপুরের ইয়াকুব আলী (৫০) ও গাজীপুরের শ্রীপুরের জুলেখা (৭০)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের সুলতান (৫৫), সুফিয়া (৪৫), নান্দাইলের কামাল (৪৫), নেত্রকোনার সুধা (৬৭), মুজিবুর রহমান (৪৫), নাবিলা (২৫), মোহনগঞ্জের আব্দুর রহিম (৭৫), শেরপুরের বিলকিস (৩৫) ও নকলার সখিনা (৫৫)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৪২৯ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২২ জন।
এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় এক হাজার ৪১৭ জনের নমুনা পরীক্ষায় ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে অ্যান্টিজেন টেস্টে ১২১ জন এবং আরটি-পিসিআর টেস্টে ৩১২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ৫৬ শতাংশ।
শনাক্তদের মধ্যে ময়মনসিংহ সদরের ১৮৭ জন, নান্দাইলের সাত জন, ঈশ্বরগঞ্জের পাঁচ জন, গৌরীপুরের ৪০ জন, ফুলপুরের ১৯ জন, তারাকান্দার ১২ জন, হালুয়াঘাটের ১০ জন, ধোবাউড়ার তিন জন, মুক্তাগাছার ৩৯ জন, ফুলবাড়িয়ার ১০ জন, ত্রিশালের ৫০ জন, ভালুকার ৩৮ জন ও গফরগাঁওয়ের ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, এখন পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৮ হাজার ৬৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২১৩ জন। এ ছাড়া সুস্থ হয়েছে ১২ হাজার ৯৭২ জন। বর্তমানে পাঁচ হাজার ৭০২ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে অথবা বাড়িতে চিকিৎসা নিচ্ছে।