বাগেরহাটের ৫৯৯ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ চিহ্নিত
করোনাভাইরাসের কারণে দুই দফা পিছিয়ে স্থগিত থাকা বাগেরহাটের ৬৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। এরই মধ্যে ৬৫টি ইউনিয়নের ৫৯৯টি কেন্দ্রের সবকটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। জেলার গোয়ন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এবারের নির্বাচনে জেলার নয়টি উপজেলার ৭৫টি ইউনিয়নের মধ্যে প্রথমধাপে জেলার ৬৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই জেলার প্রতিটি উপজেলায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
নির্বাচনে ১০০ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ৩৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এ ছাড়া জেলার কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও সব সদস্য নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নে ভোট হচ্ছে না।
জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, ‘বাগেরহাট জেলায় ৬৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আছেন ১০০ জন। সদস্য প্রার্থী আছেন, দুই হাজার ২৫৫ জন, সংরক্ষিত সদস্য পদে প্রার্থী রয়েছেন ৭৬৮ জন।’
নির্বাচনে ৫৯৯টি কেন্দ্রে বুথ সংখ্যা দুই হাজার ৮১৯টি। নির্বাচনে প্রতিটি উপজেলায় তিন প্লাটুন বিজিবি, র্যাবের তিনটি টহল টিম, চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলায় ২৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। এ ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন সদস্য নিয়োজিত থাকবে।