রোহিঙ্গা ক্যাম্পে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক
কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে রোহিঙ্গা শিবিরে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলায় শালবাগান রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।
নিহত মুবারজান (৩৪) জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক সি/৬, এফসিএন-২৬৭৮৮৬-এর বাসিন্দা। অভিযুক্ত স্বামীর নাম মো. জাফর। আজ বুধবার সকালে এপিবিএন পুলিশের একটি টিম তাঁকে রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করেছে।
প্রতিবেশী রোহিঙ্গারা জানান, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে তাঁর স্বামী মো. জাফর নিজেই গলাকেটে হত্যা করে।
১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক ও পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।’