রাজশাহীতে যুবলীগনেতা হত্যা মামলায় ২৫ বিএনপিকর্মীর কারাদণ্ড
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা যুবলীগনেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় বিএনপির ২৫ কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বেলা ১১টার দিকে রাজশাহী দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এর মধ্যে পাঁচজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড, চারজনকে ছয় মাস করে কারাদণ্ড ও ১৫ জনকে এক মাস করে কারাদণ্ডাদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ২২ জন। তদন্ত শেষে আসামি হয় ৩৫ জন। তিনি আরও বলেন, মামলায় ৩২ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে ২২ জন সাক্ষ্য দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইসমাইল হোসেন দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেদিন বিএনপি-জামায়াতে ইসলামীর কর্মীরা পালপুর ভোটকেন্দ্র দখলে নিতে গেলে বাধা দিতে যান ইসমাইল। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন।