রম্য
মশা তাড়ানোর চারটি উপায়
মশার জন্য শান্তিতে নেই আপামর জনসাধারণ। মশাদের অত্যাচারে না পারা যায় বলতে, না পারা যায় সইতে। দিন দিন মশার অত্যাচার বেড়েই চলছে। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। প্রিয় পাঠক, আসুন হাস্যরসের কাল্পনিক ওষুধে কাজ হয় কি না, একটু দেখে নিই।
১. মশা এখন কয়েল তেমন একটা ভয় পায় না। বলা যায়, কয়েলের ধোঁয়া এখন এরা সিগারেট হিসেবে ব্যবহার করে। সে জন্য মশা তাড়ানোর জন্য মশাদের মধ্যে জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে তাদের বোঝাতে হবে, কয়েলের ধোঁয়া আপনাদের জন্য ক্ষতিকর। অন্ততপক্ষে কয়েল পোড়ার সময় কামড়াকামড়ি থেকে বিরত থাকুন।
২. মশাদের আইনের আওতাভুক্ত করতে হবে। প্রতিদিন প্রকাশ্যে অনেক রক্তপাত করে তারা। আর কত দিন চুপ করে থাকব? আইনের আওতাভুক্ত করলে তারা ভয়ে হয়তো রক্ত খাওয়া থেকে বিরত থাকবে।
৩. রক্তের পরিবর্তে মশাদের ফলের জুস খাওয়ানোর পরিকল্পনা নিতে হবে। তাতে নিরীহ মানুষের ওপর চাপ কমবে।
৪. মশাদের বিভিন্ন জনসভা, অর্থাৎ তাদের সমাগম যেখানে বেশি, সেখানে গিয়ে বলতে হবে মানুষ ফরমালিনওয়ালা খাবার খায়। এগুলা শরীরের জন্য ভালো না। মানুষের রক্ত খাওয়া মানে ফরমালিন খাওয়া, সুতরাং বাঁচতে হলে মানুষের রক্ত খাওয়া ছাড়তে হবে।