শোক দিবসে বন্ধ থাকবে পুঁজিবাজার
জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৫ আগস্ট) পুঁজিবাজার বন্ধ থাকবে। এদিন পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না। আজ সোমবার (১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী। দিনটি উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
আগামী বুধবার ১৬ আগস্ট থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।