দুই ঘণ্টায় লেনদেন ১৬০ কোটি টাকা, উত্থানে সূচক
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (২১ অক্টোবর) শুরুর প্রথম দুই ঘণ্টা দুই মিনিটে, অর্থাৎ দুপুর ১২টা ২ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ১৬৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেন শুরুতে ডিএসইতে শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে লেনদেনের প্রথম ৪৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছে ৫১ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ১০৯ পয়েন্টে। বেলা বাড়ায় সেই সূচকের পতন গতি পরে কমে আসে। এক পর্যায়ে সূচক উত্থানে ফিরে। লেনদেনের শুরুর প্রথম দুই ঘণ্টা দুই মিনিটে সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৮৬ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ১৭২ দশমিক ৫৯ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক দুই দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৮ দশমিক শূন্য এক পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৮ দশমিক ৩৮ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। লেনদেন করেছে ১৭ কোটি ৬১ লাখ টাকা। এ ছাড়া ফার ইস্ট নিটিংয়ের ৯ কোটি ১১ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের আট কোটি ৬৩ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের পাঁচ কোটি ৭৭ লাখ টাকা, সালভো কেমিক্যালের তিন কোটি ৬৭ লাখ টাকা, গ্রামীণফোনের তিন কোটি ৫৫ লাখ টাকা, টেকনো ড্রাগসের তিন কোটি ৫৪ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের তিন কোটি ১৪ লাখ টাকা, ইসলামী ব্যাংকের দুই কোটি ৯৯ লাখ টাকা এবং এনআরবি ব্যাংকের দুই কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।