ডিএসইতে মূলধন কমেছে ৪ হাজার ৪৪৭ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৭ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস সোমবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ কমেছে চার হাজার ৪৪৭ কোটি ৩৪ লাখ টাকা। লেনদন এদিন পাঁচশ কোটি টাকার ঘরে রয়েছে।
জানা যায়, গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৫৫১ কোটি ৩২ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৮৫ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৬ হাজার ৬৮৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭১ হাজার ১৩১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৪২ দশমিক ৬৬ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩০০ দশমিক শূন্য ছয় পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ২০ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৪২ দশমিক ৯০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১৭ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৩ দশমিক ৯৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৬টির ও কমেছে ২৬৭টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৫টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডসের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালি আঁশের ১৭ কোটি পাঁচ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৫ কোটি চার লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১৪ কোটি ১২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১২ কোটি ৫৬ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ১১ কোটি ৯৯ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১০ কোটি ৪২ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ৯ কোটি ৮৩ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৫৮ লাখ টাকা এবং গ্রামীণফোনের ৯ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সোনালি আঁশের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১১ দশমিক ৯১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ।