আকরামের জায়গায় পরিচালনা বিভাগের দায়িত্বে জালাল ইউনুস
দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পাশাপাশি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আকরাম খান। তবে সম্প্রতি পারিবারিক সিদ্ধান্তে এই দায়িত্ব থেকে সরে যেতে চেয়েছেন তিনি। শেষ পর্যন্ত তাই হলো। আকরামের জায়গায় ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পেলেন বিসিবির আরেক পরিচালক জালাল ইউনুস।
আজ শুক্রবার বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদ নির্ধারণ হয়। সেখানে ক্রিকেট পরিচালনার দায়িত্ব দেওয়া হয় জালাল ইউনুসকে। যিনি সবশেষ দুটি পরিচালনা পর্ষদে মিডিয়া ও কমিউনিকেশন্স বিভাগের চেয়ারম্যান ছিলেন। অবশ্য আকরাম খানও বড় দায়িত্ব পেয়েছেন। সাবেক এই ক্রিকেটারকে ফ্যাসিলিটি ও ম্যানেজমেন্ট বিভাগের প্রধান করা হয়েছে। পাশাপাশি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট নিয়েও কাজ করবেন আকরাম খান।
বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলোর দায়িত্বে যারা
ওয়ার্কিং কমিটি: এনায়েত হোসেন সিরাজ। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স: চেয়ারম্যান: তানভির আহমেদ টিটো। ভাইস চেয়ারম্যান: জালাল ইউনুস। গেম ডেভেলপমেন্ট: চেয়ারম্যান: খালেদ মাহমুদ। ভাইস চেয়ারম্যান: ফাহিম সিনহা। হাই পারফরম্যান্স ইউনিট: চেয়ারম্যান: নাঈমুর রহমান। ভাইস চেয়ারম্যান: আকরাম খান। টুর্নামেন্ট কমিটি: চেয়ারম্যান: আহমেদ সাজ্জাদুল আলম। ভাইস চেয়ারম্যান: খালেদ মাহমুদ। গ্রাউন্ডস কমিটি: চেয়ারম্যান: মাহবুব আনাম। ফ্যাসিলিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট: চেয়ারম্যান: আকরাম খান। বাংলাদেশ টাইগার্স: চেয়ারম্যান: কাজী ইনাম আহমেদ। বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট: চেয়ারম্যান: ওবায়েদ নিজাম। ভাইস চেয়ারম্যান: তানভির আহমেদ টিটো। আম্পায়ার্স কমিটি: চেয়ারম্যান: ইফতেখার রহমান মিঠু। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম): চেয়ারম্যান: সালাউদ্দিন চৌধুরী। মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল: চেয়ারম্যান: শেখ সোহেল। বিপিএল গভর্নিং কাউন্সিল: চেয়ারম্যান: শেখ সোহেল। ক্রিকেট পরিচালনা: চেয়ারম্যান: জালাল ইউনুস। ভাইস চেয়ারম্যান: খালেদ মাহমুদ।