ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ১-১
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৯ ওভারে। তাতেই দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় ইংল্যান্ড। যা টপকে শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি প্রোটিয়ারা। বড় জয় নিয়ে ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফেরাল ইংল্যান্ড।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে হারিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার হারে সিরিজের শেষ ম্যাচটি হয়ে সিরিজ নির্ধারণী। আগামী রোববার লিডসে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ২৯ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ২৮.১ ওভারে ২০১ রানের পুঁজি পায় ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন লিয়াম লিভিংস্টোন। ৩৫ রান করেন স্যাম কারান। ২৮ রানে আসে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। বাকিরাও ছোট ছোট ইনিংসে অবদান রেখেছেন।
এই লক্ষ্য তাড়া করতে নেমে ২০.৪ ওভারে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় মাত্র ৮৩ রানে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে এটি তাদের যৌথভাবে সর্বনিম্ন স্কোর। ২০০৮ সালে ট্রেন্ট ব্রিজেও ৮৩ রানে গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা।
প্রোটিয়াদের অলআউট করতে ইংলিশদের সব বোলাররাই ভূমিকা রেখেছেন। তবে সর্বোচ্চ তিনটি নিয়েছেন আদিল রশিদ। দুটি করে নিয়েছেন মঈন আলী ও টপলি। একটি নিয়েছেন স্যাম কারান। ব্যাট হাতেও ভূমিকা রেখেছিলেন কারান। তাইতো ম্যাচসেরাও হয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২৮.১ ওভারে ২০১ (রয় ১৪, বেয়ারস্টো ২৮, সল্ট ১৭, রুট ১, মইন ৬, বাটলার ১৯, লিভিংস্টোন ৩৮, কারান ৩৫, উইলি ২১, রশিদ ১২, টপলি ১*; মহারাজ ৬-০-২৯-১, এনগিডি ৫-০-৩৯-০, নরকিয়া ৫.১-০-৫৩-২, প্রিটোরিয়াস ৬-০-৩৬-৪, শামসি ৬-০-৩৯-২)
দক্ষিণ আফ্রিকা: ২০.৪ ওভারে ৮৩ (ডি কক ৫, মালান ০, ফন ডাসেন ০, মারক্রাম ০, ক্লাসেন ৩৩, মিলার ১২, প্রিটোরিয়াস ১৭, মহারাজ ১, নরকিয়া ৬, এনগিডি ০, শামসি ৫*; টপলি ৪-০-১৭-২, উইলি ৪-১-৯-১, কারান ২-০-৫-১, রশিদ ৬-১-২৯-৩, মইন ৪.৪-১-২২-২)
ফল: ইংল্যান্ড ১১৮ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা।