এমন সুযোগের আশাতেই ছিলেন অ্যান্ডারসন
বয়স ৩৯ বছর। এই বয়সে দল থেকে বাদ পড়া মানে ক্যারিয়ার শেষ হওয়ারই উপক্রম। কিন্তু তবুও একটি সুযোগের অপেক্ষায় ছিলেন ইংলিশ ক্রিকেটার জিমি অ্যান্ডারসন। সেই সুযোগ এবার পেতে যাচ্ছেন তিনি। দুই তারকা ক্রিকেটার স্টুয়াড বর্ড ও অ্যান্ডারসনকে ফেরানোর পরিকল্পনা ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস।
গত অ্যাশেজে ভরাডুবির পর ভবিষ্যতের কথা ভেবে বাদ দেওয়া হয়েছিল জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে। মূলত বয়সের কারণেই বাদের খাতায় পড়েছিলেন তারা। তবে ইংল্যান্ডের নতুন অধিনায়ক স্টোকস দায়িত্ব পেয়েই জানালেন, অ্যান্ডারসন-ব্রডদের ফেরানোর কথা।
ফেরার সংবাদ নিয়ে বিবিসি রেডিওর সঙ্গে আলাপে অ্যান্ডারসন বললেন, ‘স্টুয়ার্ট (ব্রড) এবং আমি আশা করছিলাম,আমাদের ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। এখনও সুযোগ আছে জেনে তাই ভালো লাগছে। যদিও নিজ নিজ কাউন্টি দলের হয়ে পারফর্ম করে আমাদের এখনও প্রমাণ করতে হবে যে, সেরা একাদশে (ইংল্যান্ডের) জায়গা করে নেওয়ার মতো যথেষ্ট ভালো আমরা। তবে পরিস্থিতির কারণে এবং বিভিন্ন দায়িত্বশীল জায়গাগুলোর শূন্যতায় আমরা নিশ্চিত ছিলাম না যে কী হতে যাচ্ছে। এখন তা অনেকটাই পরিষ্কার, এটা দারুণ।’
নতুন অধিনায়কের প্রশংসা করে ইংলিশ এই পেসার বলেন, ‘বেন (স্টোকস) সহজাত নেতা, দলের সবার সম্মান আছে ওর প্রতি। সে জানে, দলকে কোন পথে এগিয়ে নেবে। সেই ভ্রমণের অংশ হতে আমার ভালো লাগবে। কঠিন কয়েকটি বছর গেছে আমাদের, টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা তলানির দিকে। ইংলিশ ক্রিকেটের প্রয়োজন টেস্টে জয়ের পথে ফেরা।’