নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন মাবিয়া
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ভারোত্তলন বিভাগে আগ্রহের কেন্দ্রে ছিলেন এসএ গেমসে দুবারের স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। মূল লড়াইয়ে ঠিকই নজর কাড়লেন তিনি। নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন বাংলাদেশ আনসারের এই ভারোত্তলক।
আজ বুধবার ময়মসিংহের জেলা জিমন্যাশিয়ামে নারীদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে মাবিয়া আক্তার স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড গড়ে মোট ওজন ১৮১ কেজি তুলেছেন। এর মধ্যে স্ল্যাচ ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক ১০১ কেজি।
এই ভারোত্তলনের মাধ্যমে নিজেরই গড়া রেকর্ড ভাঙলেন মাবিয়া। এর আগে ২০১৮ সালে সর্বাধিক ১৭৯ কেজি ভারোত্তলনের রেকর্ড তাঁর দখলেই ছিল। এবার আগের চেয়ে দুই কেজি বেশি নিয়ে মুকুট পরলেন তিনিই।
এই ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিলা আক্তার। তিনি দুই ভাগে মোট ১৩২ কেজি তুলেছেন। আর ১১৬ কেজি নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সিপাহীবাগ যুব সংঘের লাবনী আক্তার।