ব্যর্থ রোমান সানা, স্বর্ণ জিতলেন কৃষ্ণ
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস আর্চারি প্রতিযোগিতার রিকার্ভ পুরুষ এককে স্বর্ণ জিতেছেন রাম কৃষ্ণ সাহা। তারকা আর্চার রোমান সানা এই ইভেন্টে ব্যর্থ হয়েছেন। আজ মঙ্গলবার টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে কৃষ্ণ ৬-৫ ব্যবধানে জিতেছেন।
অবশ্য সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো কাটছে না রোমান সানার। বিজয় দিবস ও জাতীয় প্রতিযোগিতায় মোটেও ভালো করতে পারেননি। বাংলাদেশ গেমসেও সে ধারাবাহিকতা রয়েছেন তিনি।
ব্যর্থতায় হতাশ এই তরাকা আর্চার বলেন, ‘সত্যি বলতে ভাগ্য পক্ষে ছিল না। আত্মবিশ্বাসেরও অভাব ছিল। সবারই খারাপ সময় যায়। আমারও তেমনই যাচ্ছে। আমি আশাবাদী দ্রুত ফর্মে ফিরতে পারব।’
এদিকে মেয়েদের রিকার্ভ এককে নাজমিন খাতুনকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছেন নাসরিন আক্তার। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিবকে ১৪৮-১৪১ স্কোরে হারিয়ে স্বর্ণ জেতেন অসীম কুমার দাস। পুষ্পিতা জামানকে ১৪৭-১৪১ ব্যবধানে হারিয়ে মেয়েদের কম্পাউন্ড এককে স্বর্ণ জেতেন রোকসানা আক্তার।