পিরোজপুরে মেয়র কাপ ক্রিকেট লিগ
পিরোজপুরে শুরু হয়েছে মেয়র কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় লিগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খান মো: আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন এনডিসি আল ইমরান খান। সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থা লিগের আয়োজন করছে। অংশ নিচ্ছে ছয়টি দল। সূর্য তরুণ স্পোটিং ক্লাব ও ভিক্টোরিয়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাব উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়। আগামী ২০ মার্চ মেয়র কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে।