প্রতিপক্ষকে বল মারায় ব্রডকে শাস্তি
নিউজিল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে বড় জয়ে সিরিজ ঘরে তুলেছে ইংল্যান্ড। তবে ম্যাচটিতে প্রতিপক্ষের ব্যাটারকে বল ছুঁড়ে মারায় শাস্তি পেতে হলো ইংলিশ তারকা স্টুয়ার্ড ব্রডকে।
এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জানিয়েছে, বল ছুঁড়ে মারায় ঘটনার জন্য ইংলিশ তারকাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। সেই সঙ্গে নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
হেডিংলি টেস্টের চতুর্থ দিন ঘটনাটি ঘটে। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮৯তম ওভারে ব্রড নিজের বলে ফিল্ডিংয়ের পর ব্যাটসম্যান ড্যারিল মিচেলকে লক্ষ্য করে বল ছুঁড়ে মারেন। কিন্তু মিচেল তখন পপিং ক্রিজের ভেতরেই ছিলেন। রান নেওয়ার কোনো তাড়া ছিল না তাঁর। তবুও অহেতুক বল ছুঁড়ে মেরে শাস্তি পেলেন ব্রড।
আইসিসি ব্রডের বিরুদ্ধে আচরণবিধি লেভেল-১ ভাঙার অভিযোগ করেন আম্পায়াররা। ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে ব্রড অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।