লকডাউনেও চলবে বাংলাদেশ গেমস
আগামীকাল সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দেশব্যাপী লকডাউন শুরু হলেও বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস চলবে বলে জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)।
গতকাল শনিবার লকডাউনের খবর জানানো হলে সরকারি প্রজ্ঞাপন না হওয়ায় নিশ্চিত কিছু জানায়নি বিওএ। তবে বিওএর পক্ষ থেকে আজ জানানো হলো, লকডাউনেও চলবে বাংলাদেশ গেমস। খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘ইনশাআল্লাহ বাংলাদেশ গেমস চলবে। যেগুলো ইভেন্ট বাকি আছে আমরা স্বাস্থ্যবিধি মেনে শেষ করব। আমি আশাবাদী। সরকার বিষয়টি জানে। তাদের পক্ষ থেকে ইতিবাচক উত্তর পাব।’
বিওএ মহাসচিব আরও বলে, ‘এরই মধ্যে সবার সঙ্গে কথা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন গেমসটা ঠিকমতো হবে। আগামী ৯ তারিখের মধ্যে গেমসটি শেষ করে ফেলব।’
গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের আট বিভাগে ৩১টি ডিসিপ্লিনে পাঁচ হাজার ২৯৩ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এই মেগা ইভেন্টে।