শেরেবাংলায় বিজয়ের রঙে রঙিন ক্রিকেট
সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী / অবাক তাকিয়ে রয় / জ্বলে পুড়ে-মরে ছারখার / তবু মাথা নোয়াবার নয়! গোপালগঞ্জে জন্ম নেওয়া কিশোর কবি সুকান্ত ভট্টচার্য নয়, এটি জানতেন দেশ ও দেশের বাইরের সকলে।
বাঙালি মাথা নোয়াবার নয়। যখন যেখানে সংকট এসেছে, সেখানেই বুক চিতিয়ে দাঁড়িয়েছে তাঁরা। তেমনি ১৯৭১ সালে আজকের এই দিনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিজয় পেয়েছিল বাংলাদেশ। যা অর্জনের জন্য প্রাণ দিয়েছিলেন ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা আবদুল হালিম চৌধুরী জুয়েল ও মুশতাক হোসেন।
শহীদ জুয়েল ও শহীদ সংগঠক মুশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদনে তাই প্রতি বছরই বিজয় দিবসে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারও ব্যতিক্রম হয়নি। আজ শুক্রবার বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষে প্রদর্শনী ম্যাচ আয়োজন করে বিসিবির টুর্নামেন্ট কমিটি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটিতে শহীদ মুশতাক একাদশকে ৪ উইকেটে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ।
এ দিন টস জিতে প্রথমে বোলিং নেন শহীদ জুয়েল একাদশের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১০ উইকেটে ১২৩ রান করে শহীদ মুশতাক একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন আকবর আলী। অধিনায়ক সৌম্য সরকার করেন ২২ রান।
বল হাতে আলো ছড়ান শহীদ জুয়েল একাদশের বোলাররা। দলের পক্ষে সমান ৩টি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, মৃত্যুঞ্জয় চৌধুরী।
জবাবে ব্যাট করতে নেমে ২০তম ওভারের শেষ বল পর্যন্ত খেলতে হয় মোহাম্মদ মিঠুনদের। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৩ রান। সে সময়ে জিয়াউর ওয়াইড লং অফ দিয়ে ছক্কা মেরে দলকে জয় এনে দেন। তাতে উত্তেজনার ছোঁয়ায় শেষ হয় বিজয় দিবসের ম্যাচ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ইমরুল কায়েস। ম্যাচসেরাও হন তিনি। শহীদ মুশতাক একাদশের রাকিবুল হাসান বাদে সবাই পেয়েছেন ১টি করে উইকেট।
বিজয় দিবসের এ আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েলের বোন সুরাইয়া খানম, সাবেক অধিনায়ক রকিবুল হাসানসহ আরও অনেকে।