সংবাদ সম্মেলনে উর্দু বলিনি : সালমা
ব্যর্থতা নিয়ে পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির সবকটিতেই হেরেছে তারা। তবে পাকিস্তানে নারী ক্রিকেট দলের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচিত ছিল সংবাদ সম্মেলনে সালমা খাতুনের উর্দুতে কথা বলা। ঢাকায় ফিরে বাংলাদেশ অধিনায়ক অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন। তিনি নাকি সংবাদ সম্মেলন চলার সময় উর্দুতে কথা বলেননি!
বুধবার ঢাকায় ফিরে মিরপুর একাডেমিতে সালমা বলেন, ‘সবাই বলছে আমি নাকি সংবাদ সম্মেলনে উর্দুতে কথা বলেছি। আসলে তা নয়। আমি বাংলায় কথা বলেছি। ম্যানেজার ইংরেজিতে অনুবাদ করে দিয়েছেন। অবশ্য প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টসের সময় ম্যানেজার আমার সঙ্গে ছিলেন না। তখন আমি উর্দুতে এক মিনিট কথা বলেছি। টস হেরে যাওয়ার পর উর্দুতে কথা বলেছিলাম।’
যদিও গত শনিবার পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছিল, সংবাদ সম্মেলনে উর্দুতে কথা বলেছেন সালমা। এ ঘটনার ভিডিও ফুটেজও আছে। সে জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে সতর্কও করে দিয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, ‘পাকিস্তান দলের কোন কোন খেলোয়াড় বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারেন?’ পাকিস্তানের এক সাংবাদিক উর্দুতে এ প্রশ্ন রেখেছিলেন সালমার সামনে। বাংলাদেশ অধিনায়কও উত্তর দিয়েছিলেন উর্দুতে, ‘নাইন হ্যায়, বিসমাহ হ্যায়, অর জেরি ভি হ্যায়। অর সানা তো হ্যায়ই।’
পাকিস্তান সফরে যাওয়ার আগেই বিসিবির পক্ষ থেকে কড়া সতর্কবাণী ছিল, সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা যেন বাংলা অথবা ইংরেজিতে কথা বলেন। উর্দু বা হিন্দিতে কথা বলা বারণই ছিল।