কেন পাপনের মন খারাপ?
বাংলাদেশের ক্রিকেটে হঠাৎ করেই যেন গ্রাস করেছে অন্ধকার। ক্রিকেটাররা যখন আলো ছড়িয়ে যাচ্ছিলেন, পুরুষ ও নারী দুই দলই যখন ছন্দে; ঠিক তখনই ছন্দপতন। ওয়ানডেতে প্রথমবার আফগানিস্তানের কাছে সিরিজ হারল ছেলেরা। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেল নারী জাতীয় দল। দুটোই আবার বাংলাদেশের হোম সিরিজ। তামিম ইকবালের বিতর্ক তো ছিলই।
সবমিলিয়ে, ক্রিকেটাঙ্গনে একটা থমথমে পরিবেশ। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান হয়ে স্বাভাবিকভাবেই ভালো থাকার কথা নয় নাজমুল হাসান পাপনের।
রোববার (৯ জুলাই) শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মেয়েদের খেলা মাঠে বসেই দেখেছেন পাপন। কিন্তু, ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলার মেয়েরা। ভারতের কাছে হারে সাত উইকেটে। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন পাপন।
এ সময় মন খারাপ কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘সারা দেশের মানুষেরই মন খারাপ। মন তো খারাপ হওয়ারই কথা। তবে, মেয়েরা সুযোগ বেশি পায় না। ওদের নিয়ে আমি একেবারেই হতাশ না। ছেলেদেরটাও ঠিক হয়ে যাবে।’
দীর্ঘ ১১ বছর পর গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাও আবার শক্তিশালী ভারতের বিপক্ষে। যদিও সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি জ্যোতি-নাহিদারা। ভারতের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।