এবার চ্যাম্পিয়ন্স লিগে দল পাঠাতে চায় সৌদি
ইউরোপিয়ান ফুটবলের মতো না হলেও এখন সৌদি প্রো লিগের আবেদন কোনো অংশেই কম নয়। গত বছর ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ায় আল-নাসের। এরপর চলতি মৌসুমে প্রো লিগে যোগ দেন করিম বেনজেমা, এনগোলো কন্তে, সাদিও মানের মতো তারকারা। সর্বশেষ সংযোজন নেইমার ও মরক্কোর ইয়াসিন বোনো।
সৌদি ফুটবলের প্রসারে সরাসরি কাজ করছে দেশটির সরকার। তারা কাজ করছে আন্তর্জাতিকভাবে সৌদি ফুটবলের প্রসারে।
এবার তারা পরিকল্পনা করছে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রো লিগের ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করার। এ ব্যাপারে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাকে প্রস্তাব দেবে তারা। জানিয়েছে গোল ডটকম।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন মতে জানা যায়, ২০২৪-২৫ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রো লিগের ক্লাবের অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হবে। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে লিগের চ্যাম্পিয়ন দলকে যেন খেলতে দেওয়া হয়, তেমন প্রস্তাব রাখার পরিকল্পনা করেছে তারা।
২০২৪-২৫ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের পরিধি বাড়বে। ৩২ দলের জায়গায় অংশ নেবে ৩৬টি করে দল। সেই সুযোগটা নিতে চাচ্ছে সৌদি ফুটবল। এতে তাদের ফুটবলের প্রসার ঘটবে। যদিও, ইউরোপের বাইরের কোনো লিগের ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারে না। কারণ, চ্যাম্পিয়ন্স লিগ পরিচালিত হয় ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) অধীনে।
বর্তমানে প্রো লিগের ক্লাবগুলো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়।