চ্যাম্পিয়ন্স লিগের আগে মাদ্রিদ শিবিরে দুঃসংবাদ
লা লিগায় লেগানেসের বিপক্ষে দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে নিজের পারফরম্যান্সে আরেকবার সবার মন জয় করেন ভিনিসিয়াস জুনিয়র। সামনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচ। এমন ছন্দের পর ভিনিকে নিয়ে উচ্চাশা ছিল মাদ্রিদ ভক্তদের।
আশা থাকলেও সেটি পরিণত হয়েছে হতাশায়। লিভারপুল ম্যাচের আগে ছিটকে গেলেন ভিনি। হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন ম্যাচে তিনি খেলতে পারবেন না। কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান তারকা ভিনিকে।
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ আসরে শুরুটা মোটেই ভালো করতে পারেনি। প্রথম চার ম্যাচের দুটিতে হেরেছে তারা। লিলের কাছে ১-০ গোলে হারের পর শেষ ম্যাচে ঘরের মাঠে এসি মিলানের বিপক্ষে ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছিল। বর্ধিত কলেবরে হওয়া এবারের আসরে লস ব্লাংকোরা এই মুহূর্তে টেবিলের ১৮তম স্থানে আছে।
চোটে পড়ার আগে দুর্দান্ত ছন্দে ছিলেন ভিনি। ব্যালন ডি’অরে দ্বিতীয় হওয়া এই তারকা চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে গোল পেয়েছেন চারটি। লা লিগায় ১৩ ম্যাচে করেছেন আট গোল।