বুধবার ভোরে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামীকাল বুধবার (২২ নভেম্বর) মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের বাছাই পর্বের ষষ্ঠ রাউন্ডে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।
সুপার ক্ল্যাসিকোতে মুখোমুখি হওয়ার আগে পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থানও ভিন্ন। পাঁচ ম্যাচে চার জয়ে আর্জেন্টিনা আছে টেবিলের শীর্ষে। যেখানে টানা দুই ম্যাচ হেরে ব্রাজিল আছে পঞ্চম স্থানে। তাই এ ম্যাচ ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য দুঃসংবাদ হলো চোটের কারণে দলে নেই অন্যতম সেরা তারকা নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র।
তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মনে করেন, নেইমার ও ভিনি না থাকলেও ব্রাজিলের বিপক্ষে কঠিনই হবে ম্যাচটি। ব্রাজিলের সঙ্গে ম্যাচে সবসময় আলাদা চাপ থাকে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচ সবসময়ই কঠিন। নেইমার ও ভিনি না থাকলেও তাদের বিকল্প খেলোয়াড় আছেন। বিকল্প পরিকল্পনাও থাকার কথা তাদের। আমরা অবশ্য ওসব নিয়ে ভাবছি না। নিজেদের সহজাত খেলাটা খেলতে পারলেই আমাদের ভালো ফল করা সম্ভব।’