বিসিবি থেকে নাদেলের পদত্যাগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন শফিউল আলম চৌধুরী নাদেল। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই আত্মগোপনে বিসিবির নারী উইংসের চেয়ারম্যানের দায়িত্বে থাকা নাদেল। তাই অনুমিতভাবে বিসিবি পরিচালক হিসেবে তার অধ্যায় শেষ হওয়ার আভাস মিলেছিল। অবশেষে সেটাই হলো, বিসিবি থেকে সরে দাঁড়িয়েছেন সদ্য সাবেক হওয়া এ বোর্ড পরিচালক।
আজ বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিসিবি বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম মিটিংয়ে বসেছিল ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবিবোর্ড। সেখানে পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল পদত্যাগ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মৌলভীবাজার-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন নাদেল।
এদিকে আজকের বোর্ড সভাতেও আওয়ামী লীগের সঙ্গে সরাসরি জড়িত ও সম্পৃক্ত পরিচালকরা অংশ নেননি। এই তালিকায় আছেন- আ জ ম নাসির, নাঈমুর রহমান দুর্জয়, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদের ও ওবেদ নিজামসহ বেশ কয়েকজন। এর আগে গত ২১ আগস্ট ১২তম বোর্ড সভাতেও উপস্থিত ছিলেন না তারা। আর একটি সভায় উপস্থিত না থাকলেই বিসিবি পরিচালকের পদ হারাবেন তারা। তবে থেকে যাবে কাউন্সিলরশিপ।