কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে চুক্তি বাতিল মার্সেলোর
ফুটবলে নিজের সোনালি সময় পেছনে ফেলে এসেছেন মার্সেলো। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ক্যারিয়ারের শেষ বেলায় ফিরেছেন নিজ ঘরে। ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে গত বছর পাড়ি জমান কিংবদন্তি এই ডিফেন্ডার। তার নামে ক্লাবের একটি ট্রেনিং সেন্টারেরও নামকরণ করা হয়। তবে, এত কিছুর পরও শেষটা সুন্দর হলো মার্সেলোর।
ঘটনাটি গত ১ নভেম্বরের। ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে লিগ ম্যাচে গ্রেমিওর মুখোমুখি হয় ফ্লুমিনেন্স। ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। ম্যাচের শেষ দিকে মার্সেলোকে বদলি হিসেবে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছিলেন কোচ মানো মেনেজেস। তবে, হঠাৎই দুজনের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে ক্ষেপে যান মেনেজেস। ধাক্কা মেরে সরিয়ে দেন মার্সেলোকে। তার বদলে নামান আরেকজনকে।
সাইডলাইনে বসে রাগে গজরাতে দেখা যায় মার্সেলোকেও। ঘটনার পর শনিবার (২ নভেম্বর) এই তারকার সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি জানায় ফ্লুমিনেন্স কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে বাতিল হয়েছে চুক্তিটি, তা নিয়ে কথা বলেনি দুই পক্ষের কেউই। যদিও, কারণটি কারোই অজানা নয়।
৩৬ বছর বয়সী মার্সেলোর সঙ্গে রাতারাতি চুক্তি বাতিল করলেও তার সঙ্গে সম্পর্কের কোনো অবনতি হবে না, বিবৃতিতে এমনটিই জানিয়েছে ফ্লুমিনেন্স কর্তৃপক্ষ। তারা জানায়, মার্সেলোর সঙ্গে ক্লাবের যে আত্মিক সম্পর্ক রয়েছে তা অটুট থাকবে। ২০০২ সালে ফ্লুমিনেন্সের বয়সভিত্তিক দল দিয়েই ফুটবলে যাত্রা শুরু বর্তমানে ফ্রি এজেন্ট হেয়ে যাওয়া মার্সেলোর।