সকালে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
অম্ল-মধুর অভিজ্ঞতা নিয়ে চলতি বছরের শেষ ম্যাচ খেলতে নামছে দুই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল-আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল খেলবে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। গত ম্যাচে জিততে পারেনি আর্জেন্টিনা-ব্রাজিলের কেউই। তাই এই ম্যাচে দুই দলের জন্য জয় পাওয়াটাই হবে বড় চ্যালেঞ্জ।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও এই ম্যাচের আগে আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার নাম ইনজুরি। স্কোয়াডের ৬ ফুটবলার চোটে পড়েছেন। যে তালিকায় সবশেষ যুক্ত হয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। লা বোম্বেনেরা স্টেডিয়ামে পেরুর বিপক্ষে ম্যাচের আগে স্কোয়াড কেমন হতে পারে, তার আভাস মিলেছে আলবিসেলেস্তদের আগেরদিনের অনুশীলনে।
অন্যদিকে, গত অক্টোবরের উইন্ডোতে জয় পেলেও শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে ড্র করায় ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ ব্রাজিল। এই ম্যাচে উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও, জয়ে চোখ দরিভাল জুনিয়রের। বছরের শেষটা উরুগুয়েকে হারিয়ে রাঙাতে চায় সেলেসাওরা। ম্যাচের একদিন আগেই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছে ব্রাজিল। একাদশে ফিরেছেন দানিলো।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
ব্রাজিলের একাদশ : এডারসন, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস ও অ্যাবনার, ব্রুনো গিমারায়েস, গেরসন, রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, ইগর হেসুস এবং সাভিনহো।
সূচি অনুসারে আগামীকাল সকাল ৬টায় বুয়েন্স আইরেসের মাঠে লা বোম্বেনেরা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পেরু। আর ব্রাজিলের সঙ্গে উরুগুয়ের হাইভোল্টেজ ম্যাচটি শুরু ঘরের মাঠ সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় সকাল পৌনে ৭টায়।
এদিকে লাতিনের দুই পরাশক্তির এ ম্যাচটি দেখতে মুখিয়ে আছে এশিয়া মহাদেশের ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচ দু’টি ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না। তবে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো Sportzfy এবং yallashoot tv অ্যাপ নামিয়ে মোবাইলে লাইভ খেলা দেখতে পারবেন।