রিয়াল তারকাদের লকার কিনতে পারবেন ভক্তরা!
রিয়াল মাদ্রিদ ভক্তদের সামনে দারুণ সুযোগ। প্রিয় ক্লাবে পছন্দের তারকা যে লকার ব্যবহার করতেন, সেটি কিনতে পারবেন তারা। মাদ্রিদ সমর্থকরা চাইলে কিনতে পারবে ক্রিস্টিয়ানো রোনালদো, জিনেদিন জিদান, ডেভিড বেকহাম, লুইস ফিগো, সার্জিও রামোসদের লকার। মাদ্রিদের কিংবদন্তিদের ব্যবহার করা লকার উঠানো হয়েছে নিলামে।
এএফপির প্রতিবেদন মতে, ১২ নভেম্বর থেকে শুরু হওয়া নিলাম চলবে আরও এক সপ্তাহ। প্রতিটি লকারের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ১০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা)। যুক্তরাষ্ট্রের নিলামকারী প্রতিষ্ঠান সথবির মাধ্যমে নিলামে তোলা হয়েছে লকারগুলো।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু পুনঃনির্মাণের পর ড্রেসিংরুমের কিছু জিনিস নিলামে তোলার সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ। এর প্রেক্ষিতেই স্প্যানিশ ক্লাবটি নিলামের জন্য উঠিয়েছে আইকনিক ২৪টি লকার। ২০০১ থেকে ২০২২ পর্যন্ত সময়ে ব্যবহৃত হয়েছে এসব লকার।
লন্ডনে সথবির শো রুমে সবার দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে লকারগুলো। নিলামে পাওয়া অর্থের একটি অংশ যাবে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনে। এটি ক্লাবটির দাতব্য প্রতিষ্ঠান।